কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (৩য় পর্যায়) এর ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যন্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রতিজন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ৫০ গ্রাম ওজনের ১ প্যাকেট বালাইনাশক ১৫০ বঃ মিটারের পলিথিন, এবং ৪ টি করে বাঁশ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, গংগাচড়া, রংপুর, উপজেলা কৃষি অফিসার গংগাচড়া, রংপুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গংগাচড়া, রংপুর ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গংগাচড়া, রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস